Details
- Start Date:
- End Date:
- Time:
- Event Category:
২১জুলাই,শিলিগুড়ি:
শিলিগুড়ি দাগাপুর লোকনাথ মিশনের প্রতিষ্ঠাতা ছানা সাহার শুভ সকাল মন্দির 12 তম প্রয়াণ দিবস উপলক্ষে লোকনাথ মন্দির প্রাঙ্গণে শুক্রবার সকালে মন্দিরের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সারাদিনের কর্মসূচি শুরু হয়। এদিন ছানা সাহার প্রয়াণ দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ছানি অপারেশন করা হয় বেশ কিছু রোগীদের। বিধান নগর ভীমবারের দৃষ্টিহীনদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়, সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় চারাগাছ। সকাল থেকে পূজা অর্চনার মধ্যে দিয়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হয় এই দিনটি বলে জানান লোকনাথ মিশনের সম্পাদক সুব্রত সাহা। তিনি আরো জানান এদিন কয়েক হাজার ভক্তদের জন্য ভান্ডারার ব্যবস্থাও করা হয়।